ফিলোমেলার গান

থের পাঁচালির দুর্গা থেকে নবারুণের ফ্যাতাড়ু, ফেলে আসা সংস্কৃতির, শহরের, মাটির টান ফিরে ফিরে এসেছে তাদের গানে। বাংলা লোকসঙ্গীত থেকে পশ্চিমী ব্লুজ়, লাতিন বোসা নোভা থেকে রবীন্দ্রসঙ্গীতের অলিন্দেও ফিলোমেলার অবাধ উড়ান।