বলা যায়

Rains

এলানো দুপুরগুলো রাখা থাকে নোঙরবিহীন।
    গাছে গাছে এলোমেলো শীত ফুটে থাকে!
বড় বেশি মিঠে লাগে
                           কাকভেজা বিডিও অফিস। 
স্যাঁতস্যাঁতে দিনের আখ্যান অনুপ ঘোষালের কলমে।

মাইনে (ছোটগল্প)

করোনা রোগের জেরে চলছে লকডাউন। কাজে যেতে হচ্ছে না অতসীকে। ঘরে বসে মাইনে তো পাচ্ছেই, ত্রাণের চাল ডাল আলুও জুটে যাচ্ছে। কিন্তু এত ঘরে বসে থাকাও তো বিরক্তিকর। ছেলে-ছেলের বৌয়ের গজগজ শোনা কি পোষায়? তাহলেঅতসী কী করে?