দু’টি কবিতা

নিশি নিশি-তেডেকে গেছে দিনে—আমি যাব লেনা-দেনা কিছু কিছুবাকি রয়ে গেলকটা শস্তাকথায় তবে আবারও বিলিয়ে নিজেকে আমি যাব যে নিশীথের নিশিডেকে গেছে দিনেপায়েপায়ে আমিতারই পিছু নেব শান্ত লুব্ধক আকাশের নীচে মেঘআর তারও নীচে আমি ভেসে আছি—উতলা কুহু-রাতেতার কাজল উচ্ছ্বাসেশান্ত লুব্ধক যেন
দুটি কবিতা

শুনতে পাব কবেকার / সেই পংক্তিমালা এখনও /সে আউড়ে চলেছে— / বোতল বোতল সুরা আমার জন্য দিওয়ানা হয়ে গেল, তবু /আমি মাতাল হলাম কই…. স্বপ্নে দেখা অক্ষরমালা, বন্ধুপর্বের দৃশ্যাবলি ফিরে ফিরে আসে কবিমনে। অরিঞ্জয় বিশ্বাসের কবিতা।
সংক্ষিপ্ত কবিতাগুচ্ছ

জানা যাবে না/ কটা অক্ষয়বটের ফল/ পকেটে রাখা আছে… অরিঞ্জয় বিশ্বাসের কবিতা।
কবিতা: বিমনা

বেদনা বিশীর্ণ হলে বিমনা হয় মন।… তরল ভালবাসা আর একাকী যন্ত্রণা মিলিয়ে তৈরি হয় পংক্তিমালা। তাদের জড়ো করে প্রেমার্তি বুনলেন অরিঞ্জয় বিশ্বাস।