রবীন্দ্রনাথ ও অতুলপ্রসাদ

২০ অক্টোবর অতুলপ্রসাদ সেনের জন্মদিনে পীতম সেনগুপ্ত লিখলেন কবির কলমে তাঁর অনুজপ্রতিম এই সখাটির কথা।
তোমার সুরের ধারা ঝরে যেথায়

যাঁকে গান শেখাতে চেয়ে আর্জি জানান দ্বিজেন্দ্রপুত্র দিলীপকুমার রায়, যাঁর সুরে মুগ্ধ হন খোদ রবীন্দ্রনাথ, তিনি নিজে কিছুতেই বেতারে গান গাইতে চাননি। অফার পেয়েও শেষমুহূর্তে প্রত্যাখ্যান করেন সন্তোষ সেনগুপ্তের প্রস্তাব। এই প্রচারবিমুখ সঙ্গীত কিংবদন্তী রেণুকা দাশগুপ্তের জন্মতিথি গেল দিনকয়েক আগেই। তাঁকে বাংলালাইভের শ্রদ্ধার্ঘ্য।…