বাংলালাইভ আড্ডাস্কোপ – এষা চট্টোপাধ্যায়, অনিতা বসু

সম্প্রতি “বি বুকস” থেকে প্রকাশ পেল অনিতা বসুর গল্প সংকলন “সপ্তপদী”। সদ্যোজাত সেই বইয়ের নানা গল্প, প্রকাশনার কথা নিয়ে আজ “বাংলালাইভ আড্ডাস্কোপ” জমজমাট। ঘরোয়া আড্ডায় “বি বুকস”-এর কর্ণধার এষা চট্টোপাধ্যায় এবং গল্পকার অনিতা বসু। তাঁদের গল্পের সুতো ধরলেন বাংলালাইভের ধৃতি চ্যাটার্জী।