ফটোস্টোরি: ব্রজভূমে হোলি

photos of Holi in Vrindavan

ভারতের প্রায় সর্বত্র হোলি উৎসব অনুষ্ঠিত হলেও, রাধাকৃষ্ণের লীলাভূমি ব্রজভূমের অর্থাৎ বৃন্দাবনের হোলির রং ও উন্মাদনা বিশ্বপ্রসিদ্ধ।

ফটোস্টোরি: সাগরসঙ্গমে

Hindu pilgrim at Gangasagar West Bengal

গঙ্গাসাগর মেলা নিছক ধর্মীয় জমায়েত নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে তীর্থযাত্রীরা যেমন আসেন, তেমনই আসেন সাধুসন্ত, ব্যবসায়ীরা। প্রতি বছর অল্প কয়েকদিনের জন্যে লক্ষ লক্ষ মানুষের সমাগমে গমগম করতে থাকে দক্ষিণ ২৪ পরগনার এই শান্ত, ছোট্ট সমুদ্রসৈকত।