ভিডিও: অনিলাভ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার

interview of Anilava Chatterjee

অনিলাভ চট্টোপাধ্যায় কর্মজীবন শুরু করেছিলেন ক্রীড়া সাংবাদিক হিসেবে। তারপর নিজেকে অনেকরকম কাজের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। হ্যাংলা হেঁসেল-এর মতো পত্রিকা ক্রকাশ করেছেন, এগারো-এর মতো ছবিও বানিয়েছেন। তাঁর এই নানা রঙের কেরিয়ার এবং জীবনের কথা বললেন রূপা মজুমদারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে। বাংলালাইভের প্রতিবেদন।