আবার এক সঙ্গে অনিল কপূর-জ্যাকি শ্রফ। আসছে ‘রাম লখন’-এর সিক্যুয়েল।

একটা সময় ছিল যখন অনিল কপূর আর জ্যাকি শ্রফ হিন্দী সিনেমার পর্দায় রাজত্ব করতেন। ১৯৮০ সালে তাঁদের রসায়ন ছিল দেখার মতো। একাধিক ছবিতে তাঁরা এক সঙ্গে কাজ করেছেন। আর তাঁদের প্রতিটি ছবিই সুপারহিট হত। তার মধ্যে ‘রাম লখন’ অবশ্যই অন্যতম। দুই ভাইয়ের গল্প দর্শকদের ভালবাসা আদায় করে নিয়েছিল। ক্যামেরার পিছনে ছিলেন শো-ম্যান সুভাষ ঘাই। দুঁদে […]