সংগীতাচার্য অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়- সাক্ষাৎকার (শেষ পর্ব)

সংগীতাচার্য অমিয় রঞ্জনের জন্ম উনিশশো সাতাশ সালের একুশে ফেব্রুয়ারি, উত্তর কলকাতার টেগোর ক্যাসেল স্ট্রিটে, বিষ্ণুপুরের ঐতিহ্যশালী প্রসিদ্ধ বন্দ্যোপাধ্যায় বংশে। দেড়শো বছর ধরে এই বংশ বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদ ও খেয়ালের ধারক ও বাহক।