কলকাতার ছবিঘর আর বচ্চন-ভক্তেরা (রম্যরচনা)

আমাদের ঠিক সামনেই বিরলকেশ একজন বসেছিল। সিনেমা সবে শুরু হয়েছে, আমার পাশের ছেলেটা ফটাস করে তার মাথায় একটা চাঁটা মেরে বসল। ব্যস, সিনেমা মাথায় উঠল। লোকটা পেছন ফিরে অশ্রাব্য গালাগালি শুরু করল।
ছোটবেলাতে দারিদ্রের মুখোমুখি হতে হয়েছিল টাইগার শ্রফকে

‘হিরোপন্থি’ ছবি দিয়ে অভিনয়ের হাতেখড়ি| তার পর অনেকটা পথ পেরিয়ে এসেছেন টাইগার শ্রফ| বি-টাউনে অ্যাকশন হিরো বলতে প্রথমেই মনে আসে টাইগারের নাম| কিন্তু অনেকেই জানে না এই জনপ্রিয় ‘স্টুডেন্ট’-এর ছোটবেলাটা কিন্তু কেটেছে বেশ দারিদ্রের মধ্যে| অনেকেই এটা শুনে অবাক হবেন কারণ টাইগারের বাবা হলেন জ্যাকি শ্রফ| ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘বুম’ ছবি| এই ছবির প্রযোজনা করেছিলেন টাইগারের মা আয়েশা […]