দূরবীনে চোখ রেখে দ্যাখ

আশির শেষভাগ কিংবা নব্বইয়ের শুরু-র পাড়া , ওই তো আমি, নবাব , পাপু , জয় , পাপাই …সামার ভ্যাকেশনের কিংবা মাধ্যমিক-পরবর্তী সন্ধেতে বসে রকে আড্ডা দিচ্ছি , বিশ্বায়নের ঢেউ ইন্ডিয়ান ওশ্যানের তীরে এসে ধাক্কা দেব দেব করছে , আমরা বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে মারাদোনার দ্বিতীয় গোলটা দেখে ফেলেছি , “কেয়ামত সে কেয়ামত তক “-এ দেখেছি ‘আমির […]