ঈশান-অনন্যার ‘কালি-পিলি’

বলিউডে এখন নবাগতাদের রমরমা। তবে সকলের মধ্যে অবশ্যই নজর কেড়েছেন নতুন স্টুডেন্ট অনন্যা পাণ্ডে আর ‘ধড়ক’ খ্যাত ঈশান খট্টর। আর এবার এঁরাই জুটি বাঁধছেন ‘সুলতান’, ‘এক থা টাইগার’, ‘ভারত’-এর মতো সুপারহিট ছবির পরিচালক আব্বাস আলি জফরের নতুন ছবিতে। তবে আলি এই সিনেমার প্রযোজক, পরিচালনা করবেন মকবুল খান। শোনা যাচ্ছে  জি স্টুডিও সহ প্রযোজিত এই ছবিটি […]