বিয়ের ছবিতে অ্যাসল্ট রাইফেল

বিয়ে বলে কথা! আনন্দে আত্মহারা হয়ে এমন কাণ্ড করে বসলেন নবদম্পতি, যে শেষমেশ শ্রীঘরদর্শন করতে হল তাঁদের! পরে অবশ্য ব্যক্তিগত বন্ডে জামিন পান দুজনেই।  ঘটনাস্থল নাগাল্যান্ডের ডিমাপুর শহর। বরের নাম বোহোতো কিবা। কী করেছিলেন কিবা? বিয়ের সন্ধেয় বিয়ের পোশাকে হাতে অ্যাসল্ট রাইফেল নিয়ে ছবি তুলে ফেলেছিলেন নবদম্পতি। সেখানেই শেষ নয়। সগর্বে সেই ছবি পোস্টিয়ে দিয়েছিলেন […]