আড্ডা’র দুর্গা পুজো ২০১৯

এ দেশে হোক বা বিদেশ‚ বাঙালি আড্ডা মারতে বড়ই ভালবাসে| তাই হয়তো ইউকে-তে অবস্থিত স্লাউ-এর বাঙালিরা তাঁদের বাঙালি অ্যাশোসিয়শনের নাম দিয়েছেন ‘আড্ডা’| আর এই বছর প্রথম বার ৪-৭ অক্টোবর স্লাউ ক্রিকেট ক্লাবে আড্ডা-র হাত ধরে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গা পুজো| আড্ডা-র প্রতিষ্ঠা হয় ২০১২ সালে‚ বিভিন্ন সমাজ সেবামূলক কাজের জন্য আড্ডা বেশ পরিচিত| ওঁদের অনুষ্ঠিত কালী […]