পুজোয় তৈমুর, আরাধ্যা না আব্রাম?

পুজো আসছে বলে কথা। নিজেদের সাজপোশাকের প্ল্যানিং তো সেরে ফেলেছেন, কিন্তু বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যের কথা ভেবেছেন কি? বাড়ির খুদে সদস্য বলে বুঝি তার স্টাইল করতে নেই! প্যান্ট-শার্ট, ফ্রক পরিয়ে দিলে কিন্তু মোটে চলবে না। মানছি বাচ্চাদের পোশাকের ক্ষেত্রে কমফর্ট, আরাম সবচেয়ে জরুরি, কিন্তু এই ক’টা দিনে তাদের তো ইচ্ছে করে অন্যরকমভাবে সাজতে। ছোট বলে […]