শঙ্খদা ছিলেন সাঁকোর মতো

Shankha Ghosh demise

শঙ্খ ঘোষের সঙ্গে শিল্পী হিরণ মিত্রের সম্পর্কের বয়স তিন দশক। দু’জনের সৃজনক্ষেত্র সম্পূর্ণভাবে পৃথক হলেও শঙ্খবাবুর স্নেহ থেকে বঞ্চিত হননি অনুজপ্রতিম শিল্পী। ছবি-কবিতা নিয়ে একাধিক কাজ করেছেন দু’জনে পাশাপাশি। অগ্রজ কবির স্মৃতিচারণায় হিরণ মিত্র।