অস্পৃশ্যতার আড়ালে- কত ফুল ফোটে অগোচরে

এই যে ভারতে স্বাধীনতার পরে ১৯৪৭-এ কুষ্ঠ রোগের ব্যাপকতা (prevalence ) ছিল ৫০ অর্থাৎ প্রতি দশহাজার জনসংখ্যায় বছরে নতুন কুষ্ঠরোগীর সংখ্যা পঞ্চাশ –তা ২০০২ সালে কমে গিয়ে হল একের নীচে –তাই বা কম কি?
চোটের চটপট চিকিৎসা

ব্যাপারটা বিস্তারিত আলোচনার আগে চোট লাগামাত্র শরীরের সেই অংশে কি কি প্রতিক্রিয়া হয়, অর্থাৎ response to injury-র একটা ধারণা করা চাই। চোট লাগলে শরীর যে প্রক্রিয়ায় সাড়া দেয়, তার ডাক্তারি নাম inflammation বা প্রদাহ।
কেটে গেলে কী করবেন?

উপায় থাকলে বাড়িতে থাকা চিনি, বরফ দিয়ে জায়গাটি চেপে ধরে হৃৎযন্ত্রের থেকে ওপরে জায়গাটা তুলে ধরে রাখুন যাতে রক্ত চলাচল ঐ জায়গায় কম হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পঁচাত্তর বছর, স্বাস্থ্য নিয়ে ধারাবাহিক চিন্তাভাবনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্দেশ্যটা কী? কী কাজ করছে তারা? তাদের কাজে বিশ্ববাসীদের লাভটাই বা কী হচ্ছে? কোভিড পরবর্তী পৃথিবী কি চোখে দেখছে এই অর্গানাইজেশনকে? পঁচাত্তর বছর পুরনো এই সংগঠনকে নিয়ে বিস্তর প্রশ্ন সাধারণ মানুষের মনে।
লিখলেন ড. অনির্বাণ জানা।
আপনার ওভারিতে কি সিস্ট আছে?

সিন্ড্রোম হলো বিভিন্ন অসুখের লক্ষণ, যেগুলি একই সঙ্গে উপস্থিত থেকে নির্দিষ্ট কোনও অসুখের প্রতি দিকনির্দেশ করে। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম-এর সঠিক কারণ এখনও আমাদের অজানা, তবে কিছু কিছু ধারণা/অনুমান করা হয়; বংশগতি, ইন্সুলিন হরমোন প্রতিরোধ এবং শারীরিক স্থূলতা এর সম্ভাব্য কারণ হতে পারে।
বেড়াতে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লে কী করবেন?

বেড়াতে বেড়িয়ে অসুস্থ হয়ে পড়লে বেড়ানোর আনন্দই মাটি। বেশিরভাগ সময় হাতের কাছে ডাক্তারও পাওয়া যায় না। তাই সামলাতে হয় নিজেকেই। গুগলের বদান্যতায় এখনকার যুগে কোথায় কী করতে হবে, কী ওষুধ দিতে হবে তা সবারই মোটামুটি জানা। তবু আরও একবার তা ঝালিয়ে নেওয়া যাক।
দাঁতের স্বাস্থ্য: প্রসঙ্গ স্কেলিং

মাড়িতে নানাধরনের রোগ হতে পারে। যেমন – gingivitis, periodontitis ইত্যাদি। এর ফলে মাড়ি ফুলে যায়, দাঁতের থেকে ছেড়ে যায়, রক্ত পড়তে থাকে, দুর্গন্ধ বেরোয় ও দাঁতের হাড় ক্ষয়ে গিয়ে দাঁত আলগা হয়ে যায়। তাই মাড়িকে সুস্থ রাখতে স্কেলিং অপরিহার্য।
কাশি কাশি কাশি

বুকে স্টেথো ঠেকালেই শাঁই শাঁই, ঘড়ঘড়। কেউ হাঁফাচ্ছে, মুখে দিয়ে শ্বাস নিচ্ছে। কেউ স্টেথো ঠেকানোর আগেই কেঁদেকেটে একশা। দেখতে গেলে ঠেলে সরিয়ে দেয়। দশজনের মধ্যে ন’জনেরই সর্দিকাশি।