“একক সৌমিত্র”-সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৭ তম জন্মদিনে বাংলালাইভের নিবেদন

সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৭ তম জন্মদিবসে বাংলালাইভের নিবেদন – “একক সৌমিত্র”
আমি যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখেছি

কেবল মুখের অভিব্যক্তি ও সংলাপ উচ্চারণের সাহায্যেই চরিত্রকে জীবন্ত করে তুলবার অনায়াস দক্ষতা করায়ত্ত ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
নিকটে যাঁরে পেয়েছি: অন্তরঙ্গ স্মৃতিচারণ

সৌমিত্র চট্টোপাধ্য়ায়কে নানা কাজের ভেতর বিভিন্ন মুহূর্তে , ভিন্ন পরিস্থিতিতে যাঁরা একেবারে কাছ থেকে দেখেছেন, সর্বার্থেই যাঁরা তাঁর নিত্য সহচর, তাঁদের সঙ্গে কথা বলেছেন বাংলালাইভের দুই প্রতিনিধি
সৌমিত্র চট্টোপাধ্যায়: বাংলা নাটকে যুগান্তরের সাক্ষী

যত দিন গিয়েছে, পাবলিক থিয়েটারের গণেশ যত উল্টনোর উপক্রম হয়েছে, তত গ্রুপ থিয়েটারের মহল্লায় সরে এসেছেন সৌমিত্র।
চিত্রকর সৌমিত্র

ছবি আঁকাই শুধু নয়, সৌমিত্রবাবুর ছবি দেখার চোখও ছিল অসাধারণ। নিয়ম করে প্রদর্শনীতে যেতেন। আমিও একাধিকবার সঙ্গ দিয়েছি। কিউবিজম এবং ইমপ্রেশনিজম ঘরানার ছবির দ্বারা উনি প্রভাবিত ছিলেন।
দেখা হবে নিশীথ সংকেতে

অবাক লাগে কতরকম শিল্প মাধ্যমে তাঁর অনায়াস পদচারণা! আজ অণুবীক্ষণেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো শিল্পী, মানুষ খুঁজে পাওয়া যায় না।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা: চিত্রার্পিত স্মৃতির সমুদ্র

যতক্ষণ না গন্তব্যের গান বেজেছে ততক্ষণ তিনি তাঁর কবিতার ষড়জটি ধরে রেখেছেন৷ মহাপৃথিবীর সব কিছু— এই সন্ধ্যা, রামধনু, আত্মহারা বেলাশেষ, গভীর আগুনের সমান্তরালে কবি হেঁটে চলেন৷ সদাচার, বিশ্বাস, প্রত্যয় সবকিছু অন্তিম অবধি তিনি আঁকড়ে থেকেছেন৷
এক্ষণ ও সৌমিত্র

সৌমিত্র তখন সত্যজিৎ রায়ের সিনেমা ‘অপুর সংসার’-এ নায়কের ভূমিকায় অসাধারণ সাফল্যের সুবাদে নতুন নায়ক৷ বাঙালি মধ্যবিত্তদের চোখে তিনি একজন আইকন৷ সবে পা দিয়েছেন তাঁর সাফল্যের প্রথম সিঁড়িতে৷ এই সময় তিনি একটি পত্রিকার যুগ্ম-সম্পাদক হতে রাজি হচ্ছেন বন্ধুর অনুরোধে৷