‘রুদ্ধদ্বারে একা ভাবি তাঁদের যদি ফেরানো যায়’… আলাপে শ্রীকানাইলাল

শ্রীকানাইলাল তাঁর পিতৃদত্ত নাম। আর নিজে নিজের উপাধি দিয়েছেন সুরভূমি। কারণ তিনি সুরের সংগ্রাহক, সুরধুনি নিয়ে তাঁর কাজ। সামাজিক মাধ্যমে, ব্লগে, ইউটিউব চ্যানেলে তিনি শোনান পুরনো দিনের হারিয়ে যাওয়া বাংলা গান, সংগ্রহ করেন পুরনো রেকর্ড, গ্রামোফোন যন্ত্র… একান্ত আলাপে শ্রীমন্তী মুখোপাধ্যায়।