সাসারামে একদিন – ইতিহাস ও স্থাপত্যের খোঁজ

Sher Shah tomb sasaram

বিহারের জঙ্গলে বাঘ মেরে ফরিদ খান শের খান নামে পরিচিত হন। পরবর্তীকালে এই শের খান বাবর পুত্র হুমায়ুন কে চৌসার যুদ্ধ (১৫৩৯) ও কনৌজের যুদ্ধ (১৫৪০) পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন। শেরশাহ সুরি উপাধি ধারণ করে দিল্লির সিংহাসন আরোহণ করেন। সিংহাসন আরোহণের সঙ্গে শুরু হয় রাজ্য বিস্তার। ১৫৪৫ সালে মার্চ মাসে কালিঞ্জর দুর্গ আক্রমণের সময় এক বিস্ফোরণে শেরশাহ মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হন। তাদের প্রিয় সম্রাটকে বাঁচাতে রাজ চিকিৎসকরা গোলাপ জলে গোলা চন্দন কাঠের প্রলেপ সম্রাটের ক্ষতস্থানে লেপে দেন। কিন্তু কোনও কিছুতেই কোনও কাজ হয়না। তিন দিনের মাথায় মৃত্যু হয় শেরশাহের। তাকে সাসারামের বিশাল মকবরা অর্থাৎ সমাধিতে চিরনিদ্রায় শায়িত করা হয়।