শাঁটুলবাবুর শতবর্ষ

Shatulbabur Shatobarsho

কলকাতার কথাকার, বাঙালিয়ানার শেষ প্রতিমূর্তি, লেখক-চিন্তক-পাঠক-গবেষক শ্রী রাধাপ্রসাদ গুপ্ত পা দিলেন শতবর্ষে। তাঁর অগাধ পাণ্ডিত্য, সুতীক্ষ্ণ রসবোধ, কৌতুকময়তা, শিল্পসাহিত্যের ঈর্ষনীয় সংগ্রহ, অননুকরণীয় বৈদগ্ধ্য আজও রসিক বাঙালিকে মুগ্ধ করে, বিস্মিত করে। তাঁর শতবর্ষ উপলক্ষে সংকলনগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলালাইভ। এই উপলক্ষে ‘শাঁটুলবাবুর সেঞ্চুরি’ নামে বিশেষ সংখ্যাও প্রকাশিত হয়েছে বাংলালাইভের পাতায়।