ভিডিও: রতনলাল বিশ্বাস পায়ে হেঁটে অতিক্রম করেছেন ১৪০টির বেশি পাস

রতনলাল বিশ্বাস একজন অভিযাত্রী। তিনি পায়ে হেঁটে অতিক্রম করেছেন অসংখ্য গিরিপথ। হেঁটেছেন মরুভূমিতে, সমুদ্রতটে, বরফজমা পাহাড়ি হ্রদের বুকে। রাশিয়ার বিখ্যাত বরফে ডাকা বইকাল হ্রদ পেরিয়েছেন। সম্রাট মৌলিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অভিযাত্রী জীবনের নানান গল্প শোনালেন। বাংলালাইভের প্রতিবেদন।