বনপলাশীর পদাবলী

পুরুলিয়া কে আমার মনে হয় সেই আলগোছে খোঁপা আলতো হাতে বাঁধা আদুড় গায়ের এক আলুথালু শ্যামলা সুন্দরীর মত। নাকমাটা মাটা চোখ ভাসা সাঁওতালিরা যেমন হয়। তাদের গড়নপেটনে যেমন একটা আঁটোসাঁটো ভাব থাকে অথচ লালিত্য যেন উপচে পড়ে মাথার খোঁপায় একটা বুনোফুল গুঁজলে।