অসময়েই লেখকের সময় – দেবেশ রায়ের সঙ্গে কথা

Rimi Mutsuddi and Debesh Roy

দেবেশ রায় বারবার বলেন, লেখা পাঠকের প্রত্যাশা থেকে মুক্তি পান, পাঠকও লেখার ভার থেকে মুক্তি পাক। পাঠকের সঙ্গে লেখার দেখা হয়ে যাক কোনও একটা অচেনা গলিতে শুঁয়োপোকার সঙ্গে প্রজাপতির যেমন দেখা হয় জন্মান্তরের আগে এবং পরে।