ব্যক্তিগত (কবিতা)

Photo by form PxHere

এমন করেই কাটছে সকাল ধূসর গানে, / শিরায় শিরায় সন্ধ্যা নামে গহরজানে। /
ঝটপটিয়ে উঠছি শুধুই রাত-দুপুরে, / যেমন করে শরীর ভেজে জল নুপুরে।

বৃষ্টিযাপন (কবিতা)

monsoon

যদি গল্প বলতে পারতাম গুছিয়ে
ঘটমান সত্যের কাছে অবশ্যই
নিয়ে যেতে পারতাম তোমায়।
যেখানে পাতার এক পৃষ্ঠায় থাকত
সহানুভূতির দুটো চোখ তোমার,
বিপরীত পৃষ্ঠায় তখন ছুঁয়ে যেত
অনুচ্চার সাক্ষর আমার।

বর্ণধারা

photo courtesy needpix

তোমার কাছে ধরা পড়ার ভয়
লুকিয়ে করি অনেক কটা পাপ

৬ই নভেম্বর

upal sengupta

আমাদের নিয়ে লেখা হবে কিছু গল্প মৃত শহরের ঝলমলে কোনো সন্ধ্যায় তারাটির মতো নির্জন এক প্রান্তে নিজেদের খুব কাছ থেকে ফের দেখব  বিকেলের মতো ছায়া মেখে সব পদ্য বাতাসের গান মুখে করে পাখি আসবে আকাশের নীল ওড়নার মতো স্বপ্ন আমাদের চোখ মুছে দিয়ে যাবে ক্লান্তির… ঘুরে চলা এই গ্রহটির নাম পৃথিবী ক্ষমতার বশে লোকজন বড় […]