প্রাকশতবর্ষের আলোয় শনিবারের চিঠি

Banglalive feature on Shanibarer Chithi

‘শনিবারের চিঠি’ মুদ্রিত হত প্রথম দিকে ‘প্রবাসী’ প্রেস থেকেই। প্রকাশকের ঠিকানা ছিল যোগানন্দ দাসের বাড়ির ঠিকানা। প্রতি সংখ‍্যার মূল্য এক আনা। বার্ষিক সডাক তিন টাকা। রঙ্গ-ব‍্যঙ্গ পরিপূর্ণ পত্রিকাটিতে সেই সময়ে যারা লেখক ছিলেন, তাঁরা কেউই স্বনামে লিখতেন না। অশোক চট্টোপাধ্যায়, শান্তা দেবী, যোগানন্দ দাস, মোহিতলাল মজুমদার, সজনীকান্ত দাস, হেমন্ত চট্টোপাধ্যায় প্রমুখ কবি-অধ‍্যাপক-সাহিত‍্যিকরাই এসব ছদ্মনামে লিখতেন।