অকাল বোধন

ছোটবেলার পুজো মানেই নতুন জামার গন্ধের সঙ্গে মিশে যাওয়া শিউলি ফোটা ভোর আর বীরেন্দ্রকৃষ্ণের স্তোত্রপাঠ। পুজোর অন্যরকম ছবি লেন্সবন্দি করলেন শুভময় মিত্র। সঙ্গে রইল শিল্পীর কলমে শৈশব-কৈশোর ঢালা মধুশারদীয়া আখ্যান। রোজ থাকছে বাংলালাইভে।