ফটোস্টোরি: ব্রজভূমে হোলি

photos of Holi in Vrindavan

ভারতের প্রায় সর্বত্র হোলি উৎসব অনুষ্ঠিত হলেও, রাধাকৃষ্ণের লীলাভূমি ব্রজভূমের অর্থাৎ বৃন্দাবনের হোলির রং ও উন্মাদনা বিশ্বপ্রসিদ্ধ।

রং খেলুন নির্ভয়ে!

Holi skin care tips

রঙ খেলতে যাবার আগে সারা মুখে-গায়ে ভালো করে তেল মেখে নিন। চামড়া তৈলাক্ত থাকলে রঙ গাঢ় হয়ে বসবেনা। তুলতে সুবিধে হবে। চুলেও এই ভাবে তেল লাগাতে পারেন। চুল তেলতেলে থাকলে কোনও রঙ চুলের গোড়া অবধি পৌঁছতে পারবে না। রং খেলার পর চুল ধুতেও সুবিধে হবে। যাঁদের মুখে অ্যাকনে বা ব্রণ আছে, তাঁরাও নির্ভয়ে রঙ খেলুন। তবে অবশ্যই খেলার আগে বেশি করে সানস্ক্রিন লোশন লাগিয়ে নিন মুখে আর গায়ের খোলা অংশে। রঙ আর কোনও ভাবেই ক্ষতি করতে পারবে না।