দেখা: গল্প: চৌকাঠে বুনোমোষ

মানোডি ওয়াঙ্গা ব্যাক গিয়ারে জিপটিকে ব্যাক ড্রাইভ করে, পিছিয়ে নিচ্ছিল একটি ভরসা মতো সমতল ফাঁকা ঘাসের জমিতে, যাতে করে একটানে ড্রাইভ করে, বুনোমোষের নাগালের অনেক দূরত্বে চলে যেতে পারে। সে বুঝতে পারছিল বুনোমোষ দুটোর রক্তচক্ষু নিস্পলক তাকিয়ে ছিল। এই তাকানোর মধ্যে, ভয়ানক আক্রমণের প্রস্তুতি থাকে। মানোডি ওয়াঙ্গা তার নিজের অভিজ্ঞতায় বুঝতে পারছিল, কী ভয়ানক বিপদ ঘটতে চলেছে।