কারুকথা: নয়নমণি, বৃষ্টি ও সেই মায়া নৌকা

ছোটবেলায় মধুরা পাখি দেখেছেন নয়নমণি। আজকাল মধুরা পাখির কেউ নামই জানে না। দেখা তো দূরের কথা। সব ধরে ধরে খেয়ে ফেলল মানুষ। খেয়ে ফেলল এদিকের সব বইরুই সজারু। খরগোস কচ্ছপ, সবকিছু। সব বৃষ্টিটা ঝুপঝুপ করে পড়ছে তো পড়ছেই। ডুবে আছে পুরো শহর। নয়নমণি কী করবেন ভেবে পাচ্ছেন না।