কারুকথা: মহানিষ্ক্রমণ

স্বভাব কবি বলে ঘরে বাইরে তো আর এমনি এমনি নামডাক হয়নি, সমঝদারো কে লিয়ে ইশারা হি কাফি হ্যায়। প্রতিবছর দপ্তরের সাংস্কৃতিক সম্মেলনের স্যুভেনিরে তাঁর ছড়া প্রথম পাতায় ছাপা হবেই হবে। এখন সৃষ্টিসুখের উল্লাসে ঘামতে ঘামতেও বেশ টের পাচ্ছিলেন, ছড়াটা টাটকা টাটকা কাউকে শোনাতে না পারলে আত্মার খিদে মিটবে না।
কারুকথা: নয়নমণি, বৃষ্টি ও সেই মায়া নৌকা

ছোটবেলায় মধুরা পাখি দেখেছেন নয়নমণি। আজকাল মধুরা পাখির কেউ নামই জানে না। দেখা তো দূরের কথা। সব ধরে ধরে খেয়ে ফেলল মানুষ। খেয়ে ফেলল এদিকের সব বইরুই সজারু। খরগোস কচ্ছপ, সবকিছু। সব বৃষ্টিটা ঝুপঝুপ করে পড়ছে তো পড়ছেই। ডুবে আছে পুরো শহর। নয়নমণি কী করবেন ভেবে পাচ্ছেন না।