বোধশব্দ: কবিতায় অদলবদল

Bodhshabdo Article of Sankhya Ghosh

দিনগুলি রাতগুলি-র প্রথম কবিতাটির বিষয়ে নানা জায়গায় আমি বলেছি বা লিখেছি যে ওর একেবারে প্রথমাংশটি লিখবার সময় আমি ভাবছিলাম, লিখছি বা লিখব একটা ডায়েরি। কয়েক লাইন এগোবার পর মনে হচ্ছিল যে কবিতাই লিখছি একটা। সে-ডায়েরি বা কবিতায় একেবারে প্রথমাংশের মুদ্রিত রূপে একটি শব্দ বর্জিত আছে।