সৌমিত্র চট্টোপাধ্যায়ের কবিতা: চিত্রার্পিত স্মৃতির সমুদ্র

সৌমিত্র চ্যাটার্জী

যতক্ষণ না গন্তব্যের গান বেজেছে ততক্ষণ তিনি তাঁর কবিতার ষড়জটি ধরে রেখেছেন৷ মহাপৃথিবীর সব কিছু— এই সন্ধ্যা, রামধনু, আত্মহারা বেলাশেষ, গভীর আগুনের সমান্তরালে কবি হেঁটে চলেন৷ সদাচার, বিশ্বাস, প্রত্যয় সবকিছু অন্তিম অবধি তিনি আঁকড়ে থেকেছেন৷