পড়শি যখন পাখি…

Birds are best neighbours

মানুষ পশুপাখি কতটা ভালবাসে? যদি বাসে কেনই বা বাসে? এ কথার বৈজ্ঞানিক যুক্তি এক রকমের; সাহিত্যের যুক্তি অন্য রকমের। আবার বলতে পারি, সেলিম আলির পাখি দেখা আর চার্লস ডারুইনের পাখি দেখা এক নয়। তবে এঁরা দু’জনেই পাখির খুব কাছের মানুষ। পড়শি পাখির উপাখ্যান আবুল বাশারের কলমে।