কবিতা: মঙ্গলগীত

fire poem

জ্বলে-পুড়ে, সম্পূর্ণ দগ্ধ হই আগে।/নিভে গেলে প্রচণ্ড শিখা, বীভৎস বহ্নির,/ছিটিয়ো জল, শান্তি উচ্চারণে।

দু’টি কবিতা

Illustration for Bengali Poetry

আর আজকাত লাভ-ক্ষতির হিসেবনিকেশকে তো
অঙ্ক বলেই মানি না। 
সুদকষা দেখলে পেটে খিল ধরে যায় – 
হাসি থামে না।

মগ্নবিষাদী

Image by Yuri_B from Pixabay

আরও একবার চৈতন্যে বিষাদের অমৃত ঢালো প্রভু,  আমি মগ্নবিষাদী হব আবার।  দেখে যাব শেষবার –  বর্ণমালার কোন কোন রঙে আকাশ রাঙালে তুমি,  সাজালে মাটি-পাহাড়।  জল দিয়ে জল-রং ধুয়ে যাওয়া – দেখে নেব,  প্রভু।  এই শেষবার।  কী রং মেশালে বাতাসে হাওয়া-রং ধরে।  এই,  এই শেষবার।  আমায় মগ্নবিষাদী করো আরবার।