ফটো স্টোরি: ব্রাত্য পথের আবর্তে- ‘কুণ্ঠখাল’

অপ্রচলিত এক অজানা পথের নাম ‘কুণ্ঠখাল’। ২১শে জুন, ১৯৩১ ব্রিটিশ পর্বতারোহী ফ্রাঙ্ক এস স্মইথ, এরিক শিপটন এবং আর এল হোল্ডসওয়ার্থ কামেট শৃঙ্গ অভিযান সেরে ভুল পথে নেমে আসেন ‘ভ্যালী অফ ফ্লাওয়ার্সে’। তারপর কুন্ঠখালের পথ ধরে নেমে আসেন বদ্রিনাথ হনুমান চটির নিকট। সেই থেকেই ফুলের উপত্যকার সাথে মানুষের সংযোগ এই পথেই।