কোভিডের ডিজিটাল দুনিয়া

এটা সত্যি, যে কোভিড আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে। আমাদের বাধ্য করেছে যাপন নিয়ে নতুন করে ভাবতে, ঘরে বসে কাজ, শিক্ষা, বিনোদনের হরেক উপায় হাতড়ে বের করতে। কিন্তু সত্যিই কি তাতে আমরা ভুলে গিয়েছি এ সবের আসল মানে? প্রতি পদে ডিজিটাইজেশন সত্যিই কি আমাদের জীবনযাত্রা চিরতরে উলটে পালটে দেবে? উত্তর খুঁজলেন অনুব্রত।
এই রইল লিঙ্ক (রম্যরচনা)

কোকন ২০২০’ নামে এক সাইবার অপরাধ সংক্রান্ত আলোচনাচক্রে ভাষণ দিতে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সম্প্রতি জানিয়ে দিলেন, ভারতবর্ষে সাইবার অপরাধের সংখ্যা বেড়েছে পাঁচশো শতাংশ। কেন এমন হচ্ছে? বোঝালেন অম্লানকুসুম চক্রবর্তী।