কারণ, জন্মদিন

courtesy Pexels

জন্মদিনের আগের সন্ধেয় অনেককিছুই করা যায়।/যেমন – প্রাচীন পাপ, একক মৃগয়া এবং আনকোরা প্রেম।

বাহিরে নয়, বাহিরে নয়, উপভোগের অন্দরে

Durgapujo

দুর্গাপুজো মানেই উপভোগের সময়। ভোগ অর্থে রসাস্বাদন। ভোগ অর্থে আনন্দবিলাসের একান্ত আত্মীকরণ। পুজোর এই সময়টাতেই উপভোগের জলে মুখ ডুবিয়ে বাঙালি আকণ্ঠ টেনে নেয় সুখ, স্বাচ্ছন্দ্য, অবসর, বিনোদন। সেই জলেই পা ছোঁয়ালেন হাত ছড়ালেন অদিতি বসু রায়।