রুকুর রঙ

এপ্রিল মাস ওয়র্ল্ড অটিজম মান্থ। অটিজম সম্পর্কে সচেতনতা বাড়াতে চিহ্নিত এই মাস। অটিসটিক শিল্পী-লেখক রুকুর দুনিয়ার নানা রঙ তুলে ধরল বাংলালাইভ।
বোধ

অটিজম – এই প্রতিবন্ধকতাটি সারাবিশ্বে বিজ্ঞানসম্মত গ্রহণযোগ্যতা পেয়েছে অন্য প্রতিবন্ধকতার তুলনায় অনেক পরে এবং বলা বাহুল্য পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে আরও অনেক দেরীতে। বর্তমানে সরকারী ভাবে স্বীকৃতি পেলেও সঠিক পরিচালনের জন্য বিজ্ঞানসম্মত পরিকাঠামো প্রয়োজনের তুলনায় অনেক কম।