নতুন করে পঁচিশে বৈশাখে কিছুই কি আর বলার থাকে? এই বিশ্বব্যাপী অন্ধকারের মধ্যেই আমাদের জীবনে এল রবিপ্রকাশের সেই দিন। কবির ১৫৯ তম জন্মদিবসে তাঁকে শব্দে সুরে অক্ষরমালায় স্মরণ করতে বাংলালাইভের সামান্য প্রয়াস থাকল ওয়েবসাইটে। অন্তঃপুরের রবিস্মরণকে কলমের ডগায় তুলে এনে উপহার দিলেন এ যুগের কবি শ্রীজাত। সঙ্গের ছবিটিতে রবীন্দ্রস্মরণ করলেন শিল্পী শুভময় মিত্র।
তোমায় আমি দেখিনি, তাই জানি
লেখার ফুলে কেমন পরাগধানী
জাগতে পারে যুগ পেরিয়ে দূরে,
তোমায় আমি দেখিনি, তাই মানি
শোকের আয়ু কোথায় কতখানি
অশ্রু কেমন সাজাতে হয় সুরে।
তোমায় আমি দেখিনি, তাই আনি
কথায় কথায় সাজানো ফুলদানি
ভাঙলে যারা লাগে না আর জোড়া
তোমায় আমি দেখিনি, তাই টানি
পর্দাটি আজ দু’চোখে, সাবধানী,
হাঁটবে কি পা? পথ যেখানে খোঁড়া?
আয়ুর পরে আয়ুর রেখা তোমার
সুতো, যেন তর্জনী মধ্যমার
নকশা বোনায় তোমার সহকারী
মৃত্যু, তাকে পার করে আজ ফেরো
বয়স যেন হয় না সময়েরও…
আমরা কেবল রাত দেখতে পারি।
সেই রাত, যার ওপারে আজ তুমি
চিরকালীন অথচ মরসুমি
ব্যথার আলো জাগিয়ে রাখো কথায়,
সুর যেখানে নদীর স্রোতে চলে
আয়ুর পরে, অদেখা অঞ্চলে
স্বরলিপির সহজ সহায়তায়…
এখন তুমি কী গান বাঁধো, গুণী?
এখানে সব বন্ধু ও বন্ধুনী
পলাশ ভেবে জড়িয়ে ধরে তোমায়
ফুল ভেবে যেই আগুন তুলে ফিরি,
মানছি, এ মন কিছুটা ঝক্কিরই
তাকেও তুমি চিনেছ তর্জমায়।
তোমায় আমি দেখিনি, তাই গানই
তোমার মতো কাছের। অভিমানী।
মানায় তাকে নামিয়ে নেওয়া চোখই…
তোমায় আমি দেখিনি, তাই গ্লানি
আমার কাছে তমসাসন্ধানী।
সে আজ কিছু অপ্রত্যাশিত কি?
এবার বড়ই সেজেছে গ্রীষ্মেরা
বর্ষাকালের ছদ্মবেশে ফেরা…
এই পৃথিবী শান্ত হলে, তবে?
পথে নামার সাহসটুকু চেপে
তোমায় আমি চিনেছি আক্ষেপে
সাজিয়ে তোলা আনন্দ উৎসবে।
অনেক নদী পার করে তাই থাকো
আজ সেখানে যায় না জোড়াসাঁকো
যায় যদি তো কয়েকখানা গানই
গানের কথার আড়াল থেকে, আয়ু,
ঝরে এবং কুড়োয় খরবায়ু,
আমরা কিন্তু বেয়েছি নাওখানি!
এমন দিনে, ছল ছেড়ে দিই যত
ভালবাসার আয়াসে বিক্ষত
মেঘ যেরকম আকাশ পেলে ডাকে…
তোমার সাড়া পেয়েছি, তাই জানি
আবার আমায় বদলে দেবে গানই
হঠাৎ কোনও পঁচিশে বৈশাখে!
শ্রীজাত জাত-কবি। লেখা শুরু করেছিলেন নব্বইয়ের দশকের শেষাশেষি। ২০০৪-এ এসেই কাব্যগ্রন্থ 'উড়ন্ত সব জোকার'-এর জন্য আনন্দ পুরস্কার। গীতিকার হিসেবেও জনপ্রিয়তার শিখরে। পাওয়া হয়ে গিয়েছে ফিল্মফেয়ারও। ২০১৯-এর বইমেলায় প্রকাশিত হয়েছে বই 'যে জ্যোৎস্না হরিণাতীত', গদ্যসংকলন 'যা কিছু আজ ব্যক্তিগত' এবং উপন্যাস 'যে কথা বলোনি আগে'। এ যাবৎ প্রকাশিত বাকি কাব্যগ্রন্থের তালিকা এপিকসদৃশ দীর্ঘ। ট্রোলিংয়ের তোয়াক্কা না-করেই ফেসবুকে নিয়মিত কবিতা লিখে পাঠকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পছন্দ করেন টেক স্যাভি কবি।
অনবদ্য স্মরণ-অর্ঘ্য।
জেগে থাকি
প্রাণের পরম আশ্রয়ে… !
???????