কণিকা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রসঙ্গীতের এক প্রতিষ্ঠানস্বরূপ। তিনি ছিলেন আশ্রমকন্যা, রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা। “কণিকাধারা” শান্তিনিকেতনের সূচনা তাঁর জীবৎকালেই, যদিও নামকরণ তাঁর প্রয়াণ-পরবর্তী অধ্যায়ে। কণিকাধারার লক্ষ্য বিশুদ্ধ রবীন্দ্রসঙ্গীত চর্চা ও যাপনের অভ্যাসটি সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া।
কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ‘আনন্দধারা’ ও বহু গুণীজনের পদস্পর্শে ধন্য তার সংলগ্ন বেশ খানিকটা এলাকা নিয়ে গঠিত এই প্রাঙ্গণ ‘মোহর বিথীকা’ নামে নবরূপে আত্মপ্রকাশ করে, যা শান্তিনিকেতন ও শ্রীনিকেতনের মধ্যস্থলে এক টুকরো শিল্পাশ্রম।
ঐতিহ্য ও শিল্পবোধের ঐকতানে গড়ে ওঠা এই প্রাঙ্গণের প্রথম অনুষ্ঠান সম্প্রতি হয়ে গেল বাইশে শ্রাবণ উপলক্ষে। ‘কণিকাধারা’র নিবেদন ‘স্মরণ- ২২শে শ্রাবণ’ অনুষ্ঠানটির নেপথ্যে ছিলেন রবীন্দ্র-গবেষক গৌতম ভট্টাচার্য, আশ্রমকন্যা বীথিকা মুখোপাধ্যায়, কণিকাধারার অন্যতম পরিচালক, কণিকার পুত্রসম (তাঁর ভগ্নীপুত্র) শ্রী প্রিয়ম মুখোপাধ্যায়, শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় এবং মোহর-বিথীকার ভারপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতপা ভট্টাচার্য।

ভিডিও গ্যালারি

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।