যে কোনো দেখাই শেষ দেখা হতে পারে
যে কোনো চুমুই, শেষ চুমু—
শুধু এইটুকু বুঝলেই
ভালবাসাগুলো অকালে ফুরিয়ে যেত না, জোসেফিন
সে কথা যাক, ওই দ্যাখো
হেমন্তের সন্ধে কেমন ঝুপ করে নেমে আসছে শহরের কাঁধে
আর পুরনো পাড়ার দিকে কিছু ক্লান্ত ল্যাম্পপোস্ট
হেঁটে বেড়াচ্ছে একা একা, তাদের ছায়া
দীর্ঘ হতে হতে কেমন ঢেকে দিচ্ছে আমাদের মুখগুলো
আমাদের ভাঙাচোরা মুখগুলো–
ভুঁইফোড় বেঁচে থাকার বিরুদ্ধে আমাদের নীলচে প্রতিবাদ…
ছবি সৌজন্য: Stocksnap
এই সময়ে যাঁরা বাংলা কবিতা লিখছেন , তাঁদের মধ্যে সৌভিক বন্দ্যোপাধ্যায় অন্যতম। সৌভিকের কাব্যভাষা স্বকীয় ও স্বতন্ত্র - নাগরিক বিষন্নতা , সমাজসচেতনতা , মাঝে মাঝে কালো ঠাট্টা বা শ্লেষ ও নস্টালজিয়া তাঁর কবিতায় নানাভাবে ফিরে ফিরে আসে। লিখেছেন ছোট-বড় প্রায় সমস্ত বাণিজ্যিক ও লিটল ম্যাগাজিনে। এ পর্যন্ত প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা তেরো, ২০২২ সালে প্রকাশিত হয়েছে 'কবিতাসমগ্র ১'। কবিতার জন্যে ভাষানগর-মল্লিকা সেনগুপ্ত পুরস্কার, সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার সহ পেয়েছেন আরও একাধিক পুরস্কার ও স্বীকৃতি। গদ্যকার হিসেবেও উজ্জ্বল, এখনো পর্যন্ত প্রকাশিত গদ্যের বইয়ের সংখ্যা তিন । বড় পর্দাতে অভিনেতা হিসেবেও তাঁকে মাঝে মাঝে দেখা যায়।