ছন্দগুলো বন্ধ হল একলা ঘরে
রূপকথাতে সায়র এলো আলতো চুপি,
পক্ষীরাজের পা ডুবেছে স্মৃতির স্রোতে
মধ্য রাতে আমরা যারা আঁতকে উঠি

দুরন্ত সেই দামাল ছেলের হাতের মুঠোয়
উপচে পড়ে লজ্জা রাঙা সোহাগ দুপুর,
ভুল গলিতে আটকে থাকা ঘুলঘুলি স্বর
মির্জা গালিব বিষাদ হলে টাপুর টুপুর…

ডায়রিতে মেঘ, ঠান্ডা কফি টেবিল জুড়ে
স্ট্রিট লাইটে উপচে ওঠে বিয়ার ফেনা,
হাইরাইজের স্বপ্নরা সব ফুটপাতে শোয়
কষ্ট কাটে চোখের আঠা, ঘুম আসে না!

ডুবতে থাকে বানের তোড়ে সিফন শাড়ি
শালুকগুলো পুকুর জুড়ে উপচে ফোটে,
ট্রেন পুড়ে যায়, হঠাৎ আকাশ আঁধার হলে
কাব্যগুঁড়ো বৃষ্টি খোঁজে নিষ্পলকে!

কেউ জানে না কোথায় গেল রূপকথারা
মিইয়ে গেছে দামাল ছেলের হাতের মুঠো,
ট্রেন ভুলে যায় কোথায় যে তার যাওয়ার ছিল
নিঃঝুম রাতে স্টেশন গোটায় আলগা সুতো…

অর্থনীতিতে স্নাতকোত্তর। কিছুদিন বেসরকারি ফার্মে চাকরি। এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। লেখালিখির শুরু ২০১৫ সালে। 'শুকতারা'তে ভূতের গল্প দিয়ে আত্মপ্রকাশ। ভালবাসেন কবিতা লিখতে, বিদেশি সিনেমা আর সিরিজ দেখতে। ফুটবল বলতে অজ্ঞান। অনীশ দেবের সম্পাদনায় পত্রভারতীর "১০১ ভূতের গল্প", দুই বাংলার উদীয়মান কবিদের নিয়ে "কবিতার এপার ওপার ৫" এবং দুই বাংলার গল্পকারদের নিয়ে "গল্পের এপার ওপার ২" গ্রন্থে সংকলিত হয়েছে তাঁর লেখা।

4 Responses

  1. I don’t have words to convey my feelings neither I would give it a mere transitory try as it may diminish my intimacy with your that ‘you’ whose hue has tied my expatriate roots…I’m redden again..I dream to reach those threads to knot my lost self across your shallow bogs..faded verdure..fugi frame…finding the deep shadows where I kept my address …there I don’t return on my returning way…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *