নিউ টাউন। কলকাতার নতুন উপনগর। ১৯৯০-এর দশকে নির্মিত হয়েছিল এই শহরের নীল নকশা। নতুন সহস্রাব্দর প্রথম দশকেই দশ লক্ষ মানুষের বসবাস যোগ্য এই সুপরিকল্পিত শহরে ইট-পাথর-কংক্রিটের অট্টালিকা-ইমারত গড়ে তোলার সময় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল প্রকৃতি-পরিবেশ। নিউ টাউনের গড়ে ওঠা এবং তার বর্তমান অবস্থা নিয়ে আজকের আলাপচারিতায় পরিকল্পনা বিশারদ অমিতাভ রায়ের সঙ্গে রয়েছেন নিউ টাউন ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান শ্রীদেবাশিস সেন ও শিবপুর আই আই ই এস টি-র আর্কিটেকচার অ্যান্ড টাউন প্ল্যানিং বিভাগের অধ্যাপক ড. শৌভনিক রায়।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *