ছাত্রটি তার চাঁদের পাগল
রাত্রিবেলায় স্নানের সঙ্গে স্নান

জলের বাতাস তাকে কুহু ডাকে
আয় মেঘে ছুটে আয়

দেব কীর্তন মানত মেনেছি
এই বর্ষায় দীঘি এক

যদি ঠিকমতো বাঁধে জলে মন
আমাকে নিজের ছলনায়

প্রাণ কেন? ধূপ, দেব সোনা-দুধ-গাভিও…

ছাত্রটি চায় বিকেলে ইমন
সন্ধ্যায় পিলু, কাফিরঙ!

কাফি’দা পড়ান, ‘শোনো গো বাবা’রা
পূর্বরাগকে নিজের করেই ভাবিও।’

নিজের যা আছে ছাত্রটি ঢালে তৃতীয়ায়
তবু চাঁদ বলে কাঁধ ছোটো তোর শিশু রে

শিশু কত শিশু? কী অফুরন্ত শিস দেয়!
পাখ-পাখালিরা দেয় শিস কোন শীর্ষে?

শীরে সেই চাঁদ ! চাঁদের পাগল। মই নিয়ে ঘোরে। বিশু রে…
ঠেকা ওকে, ধর… পড়ে গিয়ে ফের… ওই দ্যাখ

আকাশে অথৈ ভেসে যায়…

 

*ছবি সৌজন্য: Pexels

অভিরূপ মুখোপাধ্যায়ের জন্ম ১৯৯৩ সালে, নদিয়ার কৃষ্ণনগগরে। বাংলা সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্বভারতী থেকে এম.ফিল। বর্তমানে এশিয়াটিক সোসাইটি-র গবেষণা-প্রকল্পে যুক্ত। ২০২০ সালের কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে অভিরূপের প্রথম কবিতার বই ‘এই মন রঙের কৌতুক’, সপ্তর্ষি প্রকাশন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *