এক রাজকুমারী ছিল যার নাম অমৃতা। একদিন সন্ধেবেলা ওর বন্ধু লীনা এসে ওকে একটা লাল গোলাপ ফুলের তোড়া উপহার দিল। অমৃতা নিজের পছন্দের ক্রিস্টাল ফুলদানি তে ফুলগুলো রেখে দিল। সেদিন রাতে ঘুমিয়ে অমৃতা স্বপ্ন দেখল নানা রঙের গোলাপ ফুলের এক বাগান। সেই বাগানের প্রতি টা গোলাপ ফুলে একটা করে ছোট পরী ঘুমিয়ে আছে। অমৃতা বাগানে ঘুরতে ঘুরতে একটা গোলাপি রং এর গোলাপ ফুল তুলে নিল। সঙ্গে সঙ্গে সেই ফুলের মধ্যে ঘুমিয়ে থাকা ছোট এক পরী জেগে উঠল আর অবাক হয়ে জিগ্যেস করল “তুমি কে ?” একটু ও ভয় না পেয়ে সাহসী রাজকুমারী উত্তর দিল “আমি এক রাজকুমারী, আমার নাম অমৃতা”। ছোট পরী খুশি হয়ে বলল “আমাদের বাগানে তোমাকে স্বাগত অমৃতা। আমার নাম রিয়া।“ রাজকুমারী খুব খুশি হল। রিয়া বলল চল আমাদের বাগান তোমাকে ঘুরিয়ে দেখাই। ওর সঙ্গে যেতে গিয়ে অমৃতা হঠাত পড়ে গেল আর জেগে উঠল ঘুম থেকে। সেদিন থেকে অমৃতার গোলাপ ফুল খুব ভাল লাগে। সেই ছোট পরী কে মনে রেখে নিজের সব জামায় অমৃতা একটা করে গোলাপ ফুল লাগিয়ে রাখত।
সাত বছরের সানভি সল্ট লোক স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বই পড়তে আর রঙ নিয়ে আঁকিবুকি কাটতে খুব ভালোবাসে ছোট্ট সানভি।