রোজকার মতই চৌকো বাক্সগুলো নি
আহ্লাদি গাছেদের ইশারায় টু
অথচ এ এক অদ্ভুত বসন্ত…
সারাদিন, সারারাত ঝরে পরা ফুলপরা
মে
আসলে মেঘেদের অন্তরে জমছে বিন্দু বিন্দু কান্নার বাষ্প। পৃথিবী
ক্রমশ একটা আশ্চর্য ভয় আমাদের এ
মৃত্যও আজ বড় একলা…
আজ মৃত মানে অতি দ্রুত বেড়ে ওঠা দেহের সংখ্যা মাত্র,
নেই প্রিয়
এ কেমন নতুন বৈশাখ! জীবনের এক অ
দ্রুত অভিযোজিত হওয়া এক অনুজী
আমাদের এই নতুন দিনলিপিতে বিধি
এত কোলাহল চতুর্দিকে,
যেমন এক অপূর্ব কবিতা
এই যাপনে অভ্যেসগুলো সময়ের বাঁ
খেয়ালগুলো বদলে যাচ্ছে বেখেয়ালে,কাজের ভঙ্গিমা
কবির গলায় কবিতায় শুরু হচ্ছে রো
যেমন বাবার গলায় পূবের সকালে জে
দুপুরগুলো যেন মায়ের ঘুমন্ত চোখ
পুরনো অ্যালবামের পাতা ওল্টাতে
ব্যাকইয়ার্ডের ইস্টারলিলির ঘ্রা
কূলায় ফেরা পাখিদের কলতানে মি
নতুন করে বুঝতে পারছি ঘরই আমাদে
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও মাইক্রোবায়োলজি নিয়ে স্নাতকোত্তর পড়াশোনার শেষে কিছুদিনের শিক্ষকতা-জীবন। তারপরেই প্রবাসে পাড়ি। গত বাইশ বছর যাবৎ ঠিকানা নিউ জার্সি। পেশায় মন্তেসরি শিক্ষিকা। ২০০৮ সাল থেকে ছদ্মনামে ব্লগ লেখা শুরু। ২০১০ থেকে অন্য নিষাদ, প্রেরণা, সৌকর্য্য, ক্ষেপচুরিয়াস, প্যাপিরাস, মধ্যবর্তী, রেওয়া, কেতকী, উত্তর ভাষা-সহ বহু বিভিন্ন পত্রপত্রিকা ও শারদীয়াতে নিজের নামে কবিতা, গল্প, প্রবন্ধ লেখা চলতে থাকে।
An excellent poem! Full of evocative images and deep self-reflections. So appropriate for the time.
Debajyoti Chatterji
প্রথমেই তো বলেছ সেই সত্য কথা ‘… বাড়ি বাড়ি খেলছে এক আকাশ জীবন..’। অন্তিমে সব সমাধান ‘…ঘর ই … নিশ্চিন্ত নিরাপদ আশ্রয় ‘ । মাঝে তো জীবনের বিবর্তন বা পরিক্রমণ – প্রকৃতি, মানুষ, ভয়, মৃত্যু, সংসারের খেলা… সবই। তবু শেষে কুলায় ফেরা – বাড়ি, আশ্রয় ! ঘর !!
???
Thanks ??
Thanks??