গোর্কি সদনে শুরু হল কলকাতা কথকতা আয়োজিত সংগ্রাহকদের প্রদর্শনী ‘কল অফ ফ্রিডম’। থাকছে পুরনো বই, ছবি, স্ট্যাম্প, কয়েন এবং আরও নানানরকম আকর্ষণীয় সংগ্রহের সম্ভার। প্রদর্শনী চলবে ১০ – ১২ অগস্ট, বিকেল ৪টে থেকে সন্ধ্যে ৭টা।