লেখক পেশায় ইঞ্জিনিয়ার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা। কর্মসুত্রে দীর্ঘ কুড়ি বছর দিল্লিবাসী। তবুও বাংলা থেকে দূরে নন। কবিতা লেখার শুরু স্কুলজীবন থেকেই। দীর্ঘদিন 'এবং এখন' লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছেন। বিভিন্ন পত্রিকা আর অনলাইন ম্যাগাজিনের নিয়মিত লেখক।