বাঙালির চিরকালের সম্পদ বাঙালির মনন, তার ঋজু চিন্তা, তার আপোষহীন স্বত্তা। কিন্তু বর্তমান পরিস্থিতি অনেক ভারতীয়র মতো অনেক বাঙালিকেও ভাবাচ্ছে যে বাঙালির মননে কত পরিবর্তন এসেছে। কারণ তার ব্যবহারে তা প্রকাশ পাচ্ছে বেশ প্রকট ভাবে। এ বাঙালিকে কি পশ্চিমবঙ্গ বা স্বাধীনতার আগের অবিভক্ত বাংলা চিনত? না কি বাঙালি ধীরে ধীরে বদলাচ্ছিলই কেবল সেটা এতটা প্রকট ভাবে টের পাওয়া যায়নি। আবার এ-ও হতে পারে, আদত বাঙালির মন, মনন,ঋজুভাব একই আছে, কেবল চাপা পড়ে রয়েছে অনেক কিছুর আড়ালে। কিংবা বাঙালি আদতে বদলায়নি, কেবল মুষ্টিমেয় মিডিয়ার প্রাধান্য পেয়ে বাঙালিকে অন্য রকম করে দেখাচ্ছে। এই সব কিছু নিয়ে বা এর কিছু কিছু বিষয় নিয়ে আলোচনায় বসবেন বিশিষ্ট বাঙালি নাগরিকরা। আত্মবিশ্লেষণ বাঙালির আত্মার পক্ষে খুব জরুরি।

এবং ঠিক সেই জন্যই, স্বাধীনতার ৭২ বছর পূর্তি উপলক্ষে, আজ, বুধবার সন্ধে ৬টায় বাংলা ওয়ার্ল্ডওয়াইড ডট কম-এর নিবেদন, আত্মসন্ধানী আলোচনা চক্র – বিষয় ” বাঙালি স্বাধীনতার আগে ও পরে ” আড্ডা ও প্রশ্নোত্তরের স্মৃতিচারণ। অংশগ্রহনে বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অমিতকিরণ দেব, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান ডি এন ঘোষ, ইতিহাসবিদ ও লেখক হোসেনুর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডঃ সুকুমার মুখোপাধ্যায়, প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, আইনজীবী অনিন্দ্য মিত্র ও প্রশ্নকর্তার ভূমিকায় থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত গুণীজন। অনুষ্ঠানটি ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি দেখা যাবে বাংলালাইভ ডট কম-এর মাধ্যমে | আপনিও প্রশ্নকর্তা হতে পারেন। হাজির থাকুন আজ, বুধবার সন্ধে ৬টায় বাংলালাইভ ডট কমের ফেসবুক পেজ-এ।

banglalive logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *